Bengali Serial

Moumita

কোনোদিন নিজের বর জোটে না, অন্যের বরকে নিয়ে টানাটানি, ‘ইচ্ছেপুতুল’র ময়ূরীকে অপমান দর্শকদের

বাংলা টেলি দুনিয়ার (Television) অন্যতম জনপ্রিয় খলনায়িকা হলেন শ্বেতা মিশ্র (Sweta Mishra)। স্টার জলসার (Star Jalsha) ‘ধূলোকণা’ (Dhulokona) সিরিয়ালের (Bengali Serial) হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। প্রথম সিরিয়ালেই তার দক্ষ অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছিল দর্শকমহল। আর তাই দ্বিতীয় সুযোগ আসতে দেরিও হয়নি।

   

ধুলোকণা বন্ধ হয়ে যাওয়ার পর আবার নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরেছেন শ্বেতা। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন সিরিয়াল ইচ্ছা পুতুলে। আর এখানেও খলনায়িকার চরিত্রই বেছে নিয়েছেন তিনি। যে কি না নিজের আপন বোনেরই ক্ষতি চায়।

ছোটবেলা থেকেই যে বোনের রক্তে সে বেঁচে আছে সেই বোনের ভালোবাসাকেই কেড়ে নিতে চায় সে। বোন মেঘের রক্তের কোনো প্রতিদানই দেয়না ময়ূরী। উল্টে সে বোনের সমস্ত পছন্দের জিনিস কেড়ে নিতে চায়। এই যেমন মেঘ তার প্রফেসর সৌরনীলকে মনে মনে পছন্দ করেন, সেই সৌরনীলকেই ময়ূরীর পছন্দ।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,ইচ্ছেপুতুল,শ্বেতা মিশ্র,ময়ূরী,Tollywood,Entertainment,Gossip,Television,Ichche Putul,Sweta Mishra,Mayuri

দিদির মনের কথা ভেবে মেঘও রাজি হয়ে যায় নিজের মনের মানুষকে বিসর্জন দিতে। তারপর থেকে ময়ূরী এবং সৌরনীলের পরিবার দুজনের বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। যদিও শেষমেশ এই বিয়েটা হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এটা তো জানেনই যে, বাংলা সিরিয়াল মানেই বিয়ে নিয়ে কচকচানি।

আর এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, সৌরনীল ময়ূরীকে বিয়ে করার বদলে মেঘের সিঁথিতে সিঁদুর পরাচ্ছে। আর তারপর থেকেই শুরু হয়েছে জোর সমালোচনা। ‘ধুলোকণা’র সাথে তুলনা টেনে শুরু হয়েছে ট্রোলিং।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,ইচ্ছেপুতুল,শ্বেতা মিশ্র,ময়ূরী,Tollywood,Entertainment,Gossip,Television,Ichche Putul,Sweta Mishra,Mayuri

অনেকেই তো আবার ময়ূরী চরিত্রের সাথে চড়ুইয়ের মিলও খুঁজে পাচ্ছেন। কেউ বলছে, শ্বেতার নিজের জীবনে বর জোটে না। তিনি সবসময় অন্যের বর ছিনিয়ে নিতে চান। ইচ্ছে পুতুলেও একই চিত্র দেখা যাবে বলেই ধারণা সবার। যদিও এসব মজা করেই লিখেছেন সবাই।