Icche Putul

anita

Icche Putul: ছোট পর্দার মেঘের মুকুটে নতুন পালক! ‘ইচ্ছে পুতুল’ শেষ হতেই নতুন রূপে ফিরছেন তিতিক্ষা

নিউজ  শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় কিছুদিন আগেই শেষ হয়েছে দর্শকদের অত্যন্ত পছন্দের বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে মেঘের (Megh) চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das)।

   

তবে পছন্দের সিরিয়াল এত অল্প সময়ে শেষ হয়ে যাওয়ায় বেশ মন খারাপ ছিল অভিনেত্রীর অনুরাগীদের। তবে আর বেশি দিনের অপেক্ষা নয়, খুব তাড়াতাড়ি নতুন রূপে  নতুন প্রজেক্টে নিয়ে  ফিরতে চলেছেন দর্শকদের প্রিয় এই অভিনেত্রী।

ইচ্ছে পুতুল শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই নতুন রূপে ফিরছেন দর্শকদের প্রিয়। সিরিয়ালে মেঘের তিতিক্ষার নিঁখুত অভিনয় খুব অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। সিরিয়ালে এই মেঘের চরিত্রটিকে কখনও প্রতিবাদী আবার কখনও দুর্বল হতে দেখেছেন দর্শক। মেঘ চরিত্রটির সাথে তিতিক্ষাও এতটাই জড়িয়ে পড়েছিলেন যে সিরিয়ালের শেষ দিনের শুটিংয়ে চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

Icche Putul

আরও পড়ুন: কায়দাই আলাদা! ‘অ্যাকশন গার্ল’ জগদ্ধাত্রীর নতুন অবতারে মুগ্ধ দর্শক 

এবার তিতিক্ষার মুকুটে জুড়ল  আরও এক নতুন পালক। তবে মেঘ এখনই কোনো নতুন সিরিয়ালে কামব্যাক করছেন না। আসলে আগামী দিনে তাঁকে   হইচইয়ের আসন্ন ওয়েব সিরিজ গভীর জলের মাছ ২’-তে  একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছ পুতুল,Icche Putul,মেঘ,Megh,তিতিক্ষা দাস,Titiksha Das,ওয়েব সিরিজ,Web Series,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে আসন্ন এই ওয়েব সিরিজে তিতিক্ষার চরিত্রের নাম হয়েছে বৃন্দা। প্রসঙ্গত, এই ওয়েব সিরিজের আগে ‘গভীর জলের মাছ সিজন ১’-এও  ভালো  অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিতিক্ষা। তবে এবার আসন্ন ওয়েব সিরিজে অভিনেত্রীকে আরও একবার দেখতে পাওয়ার জন্য  বেজায় খুশি অনুরাগীরা।