Icche Putul

Papiya Paul

Icche Putul: ফের বিয়ের পিঁড়িতে নীল-মেঘ, ইচ্ছেপুতুলের অন্তিম পর্বে থাকছে টুইস্ট! মুখ খুললেন মৈনাক

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) অন্যতম জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল'(Icche Putul)। টিআরপি(TRP) তালিকায় কমবেশি ভালো রেজাল্ট করে দীর্ঘ এক বছরের সফর ইতিমধ্যে পার করে ফেলেছে এই ধারাবাহিক। গত ৩০ শে জানুয়ারি এক বছর পূর্ণ হয়েছে ইচ্ছে পুতুলের। যদিও দীর্ঘদিন ধরে বারে বারে এই ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে এসেছে। আর এবার ফের শোনা যাচ্ছে শেষের পথে এই মেগা!

   

টেলিপাড়ায় জোর কদমে কানাঘুষো চলছে ফেব্রুয়ারি মাসেই নাকি অন্তিম পর্ব হতে চলেছে ইচ্ছে পুতুল সিরিয়ালের। এখানে তিতিক্ষা-শ্বেতা-মৈনাকের ত্রিকোণ প্রেমের কাহিনী মন জয় করেছে দর্শকদের। মৈনাক ওরফে নীলকে নিয়ে দুই বোনের ভালোবাসার গল্প শুরু থেকেই জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিক যারা নিয়মিত দেখেন তারা জানেন যে বর্তমানে খুব শীঘ্রই আবারো বিয়ের পিঁড়িতে চলেছে নীল আর মেঘ।

যদিও এইবার তারা তাদের বিয়ের খবর জানে না। দুই পরিবারের সদস্যের লোকেরা বিয়ের সমস্ত কাজ খুব গোপনে সারছেন। যদিও এর মধ্যে যে ফের বাধা দিতে হাজির হবে ময়ূরী এবং রূপ সে কথা সকলেই জানেন। তবে সূত্রের খবর অনুযায়ী এটাও জানা গিয়েছে, নীল আর মেঘের বিয়েতে এবার আর কোন ঝামেলা হবে না। ভালোভাবেই সম্পন্ন হবে এই দুজনের বিয়ে। এর কারণ হচ্ছে এরপরে গল্পের সমাপ্তির পালা।

Iccheputul

আরও পড়ুন: Iccheputul: মেঘ নয়, ‘ইচ্ছেপুতুল’ সিরিয়ালের এই নায়িকার সাথেই জমিয়ে প্রেম করছেন জিষ্ণু!

তবে প্রত্যেকবারের মতো বারে বারে এই সিরিয়ালের শেষের খবর সামনে এলেও এবার হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি এই নিয়ে কিছু জানি না। আমাদের কেউ এই ব্যাপারে বলতে পারব না। প্রযোজনা বা চ্যানেলের তরফে আমাদের কাছে কোন আপডেট আসেনি।”

Icche Putul

আর মেঘের সঙ্গে আবার বিয়ের প্রসঙ্গে নিয়ে জানিয়েছেন, “হ্যাঁ, বিয়ের ট্র্যাকটা খুব ইন্টারেস্টিং। আমরা দুজনেই জানিনা কার সঙ্গে বিয়ে হচ্ছে। গোটা ব্যাপারটা নিয়ে অন্ধকারে। এবার দেখা যাক, বিয়েটা শেষমেশ হয় কিনা।” বারবার এই সিরিয়াল শেষ হওয়ার প্রসঙ্গ উঠলেও এক বছরের দীর্ঘ পথ অতিক্রম করে ফেলেছে এই সিরিয়াল। এবার এই মাসেই অন্তিম লগ্ন আসতে চলেছে কিনা তা জানা যাবে খুব শীঘ্রই।