সম্পূর্ণ গলে গেল কানাডিয়ার দু’টো বরফ আস্তরণ, চিন্তায় বর্ধিষ্ণু তাপমাত্রা

আশঙ্কাকে সত্যিকে ২০২০ সালেই গলে গেল বরফের দু’টি আবরণ। বিজ্ঞানীদের ভাষায় ‘আইস ক্যাপ’। ২০১৭ সালে ‘নাসা’র উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল এই ‘ক্যাপ’ দু’টি। তারপরই বিজ্ঞানীদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আগামী ৫ বছরের মধ্যে লুপ্ত হয়ে যেতে পারে এই বরফের চাদর। বাস্তবে হলও তাই। তিন বছরের মধ্যে গলে গেল সেটি। ১৯৫৯-২০১৫ সাল পর্যন্ত মোট বরফের ৫% মাত্র গলেছিল। বাকি ৯৫% গলে গেল বাকি ৫ বছরে!

Avatar

Koushik Dutta

X