গ্রাহকদের বিরাট ঝটকা দিল ICICI ব্যাঙ্ক

ICICI Bank Interest Rates

গ্রাহকদের বিরাট ঝটকা দিল ICICI ব্যাঙ্ক

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ এপ্রিল মাসের সাথে শুরু হয়েছে নতুন আর্থিক বছর। সেই সাথে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্ক নিজেদের সুদের হারে পরিবর্তন করেছে। এবার সেই দলেই নাম লেখালো আইসিআইসিআই ব্যাঙ্ক। তবে খারাপ খবর হল এই যে সুদের হার বাড়েনি বরং কমেছে। কতটা কমেছে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

সুদের হার কমালো আইসিআইসিআই ব্যাঙ্ক

আরবিআইয়ের তরফ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেপো রেট। এরপরেই বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকে সুদের হার পরিবর্তন করা হয়েছে। এবার সেই মত, ICICI Bank এর তরফ থেকেও নয়া সুদের হার ঘোষণা করা হয়েছে। যেটা  ১৭ই এপ্রিল থেকেই কার্যকর হয়েছে। তাহলে ফিক্সড ডিপোজিট কত হল সুদের হার? চলুন দেখে নেওয়া যাক।

ICICI Bank এর ফিক্সড ডিপোজিট সুদের হার

আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সাধারণত ৩ থেকে ৩.৫ শতাংশ সুদ দেওয়া হয়। তবে যদি ১৫ থেকে ১৭ মাসের জন্য এফডি করেন তাহলে সাধারণ গ্রাহকেরা ৬.৮% সুদ পাবেন। ১৮ মাস থেকে ২ বছরের জন্য FD করেন তাহলে সাধারণ গ্রাহকের ৭.৫% হারে ও সিনিয়ার সিটিজেনরা ৭.৫৫% হারে সুদ পাবেন।

তবে অনেকেই ট্যাক্স সেভিংসের জন্য ৫ বছরের ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেতে ৬.৯% হারে সুদ পাওয়া যাবে। আর যদি কোনো সিনিয়ার সিটিজেন এফডি করেন তাহলে অতিরিক্ত ০.৫০% সুদ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ঘুরতে হবে না সরকারি দফতরে, দেখুন বাড়ি বসে অনলাইনে প্যান কার্ড সংশোধনের পদ্ধতি

ICICI Bank এর সেভিংস অ্যাকাউন্টের সুদের হার

শুধুই যে টাকা ফিক্স করলে সুদ পাওয়া যায় তা কিন্তু মোটেই নয়। সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলেও সুদ পাওয়া যায়। যদিব্যালেন্স ৫০ লাখের মধ্যে হয় তাহলে ৩% হারে আর যদি তার থেকে বেশি হয় তাহলে ২.৭৫% হারে সুদ পাওয়া যাবে। উভয় ক্ষেত্রেই আগে সুদের হার ০.৫০% বেশি পাওয়া যেত।

সঙ্গে থাকুন ➥