Bank

Additiya

৭০০ দিনের ফিক্সড ডিপোজিট করলে হয়ে যেতে পারেন লাখপতি! এই ব্যাঙ্ক দিচ্ছে প্রচুর সুদ

বর্তমানে সেভিংস(Savings)-এর দিকে বেশি ঝুঁকছেন সাধারণ মানুষ। অনেকেই লং টাইম ইনভেস্টমেন্ট(Investment) করলেও অনেকেই আবার শর্ট টাইম ইনভেস্টমেন্ট করতে বেশি ভালোবাসেন। আর সে জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) কিংবা মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) ওপর ভরসা রাখেন সাধারণ মানুষ। আপনিও যদি নতুন বছরে সেভিংসের কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই পড়ুন আজকের আমাদের এই প্রতিবেদন।

   

ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এবার বড়সড় সুখবর নিয়ে এল একটি বিশেষ বেসরকারি ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই রেপো রেট্রো বৃদ্ধির পরই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল IDBI ব্যাঙ্ক। মাত্র ৭০০ দিনেই মিলবে ৮ শতাংশ সুদ। ইতিমধ্যেই এই স্কিম চালু করে ফেলেছে এই বেসরকারি ব্যাঙ্ক।

চলতি মাসের ১৩ তারিখ থেকেই এই স্কিম চালু করেছে IDBI ব্যাঙ্ক। ২ কোটির নিজে ৭০০ দিনের জন্য টাকা ফিক্সড করলে সাধারণ গ্রাহকরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ। আর প্রবীণ নাগরিকরা পাবেন ৮ শতাংশ। যদি আপনি ৭ থেকে ৩০ দিনের জন্য টাকা ফিক্সড করতে যান তাহলে সুদ মিলবে ৩.৩৫ শতাংশ। ৪৬ থেকে ৯০ দিনের মধ্যে সুদ মিলবে ৪.২৫ শতাংশ। অন্যদিকে ৯১ দিন থেকে ৬ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করলে মিলবে ৪.৭৫ শতাংশ।

Fixed Diposit

এক বছরের জন্য যদি আপনি টাকা ফিক্সড করতে চান তাহলে সুদের হার হবে ৫.৫০ শতাংশ থেকে। ২ বছরের জন্য চুক্তি করলে সুদ মিলবে ৬.৭৫ শতাংশ। ৩ বছর পর্যন্ত টাকা ফিক্সড করলে সুদ পাবেন ৬.৫০ শতাংশ। আর যদি ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেন তাহলে সুদ মিলবে ৬.২৫ শতাংশ। তবে প্রবীণ নাগরিকদের জন্য থাকছে বাড়তি সুবিধা।

Fixed Deposit

IDBI ব্যাঙ্কের এই সুবিধা পাওয়া যাবে ১৩ ফেব্রুয়ারী থেকে ৩১ সে মার্চ পর্যন্ত। যদিও প্রবীণ গ্রাহকদের জন্য ২০২২ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে নমন সিনিয়র সিটিজেন ডিপোজিট। স্কিম অনুযায়ী বর্তমানে অতিরিক্ত ০.৫০ শতাংশ হরের পাশাপাশি ০.২৫ শতাংশ অতিরিক্ত সুদ পাচ্ছেন গ্রাহকরা।