Government

anita

Government: বাড়ির কেউ চাকরি না করলেই পরীক্ষায় ১০ নম্বর! মুখ্যমন্ত্রীর ঘোষণায় তুমুল শোরগোল

নিউজ শর্ট ডেস্ক: পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকুরিজীবী (Government Employee) না হয়ে থাকেন তাহলে নিয়োগ পরীক্ষায় ১০ নম্বর গ্রেস দেওয়া হবে। সম্প্রতি এমনই এক ঘোষণা করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। তবে না, এই ঘটনা বাংলার নয়।  এমন ঘোষণা করেছেন আমাদের রাজ্যেরই আরো এক প্রতিবেশী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী।

   

লোকসভা ভোটের মুখে এমন নজিরবিহীন ঘোষণা করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।  সম্প্রতি লোকসভা নির্বাচন উপলক্ষে লাখিমপুরে প্রচারে গিয়ে এমন ঘোষণা করে তিনি জানিয়েছেন রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় (State Government Job Exam) চাকরি প্রার্থীদের দশ নম্বর (10 Number) গ্রেস দেওয়া হবে।

আর এই অতিরিক্ত নম্বর তারাই পাবেন যাদের পরিবারের কোন সদস্য সরকারি চাকরি করেন না। অসমের মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা শুনে বিরোধী থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি রাজ্যের বেকার যুব সম্প্রদায়কে দলে টেনে  ভোটব্যাঙ্ক ভরাতেই লোকসভার নির্বাচনের আগে এমন মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

সরকারি চাকুরিজীবী,Government Employee,মুখ্যমন্ত্রী,Chief Minister,হিমন্ত বিশ্বশর্মা,Himanta Biswa Sarma,রাজ্য সরকারের চাকরির পরীক্ষায়,State Government Job Exam,দশ নম্বর,10 Number,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই তাঁর এই ঘোষণা  নিয়ে চলছে নানান তর্ক-বিতর্ক। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন তাঁরা তাদের রাজ্যের লক্ষ লক্ষ তরুণ-তরুণীকে স্বচ্ছতার সঙ্গে চাকরি দিয়েছেন। এছাড়া ভবিষ্যতেও রাজ্যের চাকরি প্রার্থীরা স্বচ্ছতা বজায় রেখেই চাকরি পাবেন বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই টাকা দিচ্ছে সরকার! আবেদন করুন এইভাবে

শুধু তাই নয় অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে সরকারি স্কুল গুলিতে ৪,৫০০ জন চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকা অর্থাৎ পার্ট টাইম যারা করেন তাদের এবার স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের মতই বেতন এবং সুযোগ সুবিধা দেওয়া হবে।

সরকারি চাকুরিজীবী,Government Employee,মুখ্যমন্ত্রী,Chief Minister,হিমন্ত বিশ্বশর্মা,Himanta Biswa Sarma,রাজ্য সরকারের চাকরির পরীক্ষায়,State Government Job Exam,দশ নম্বর,10 Number,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেই সাথে জানানো হয়েছে এই শিক্ষক শিক্ষিকারা সকলে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। তবে ইতিমধ্যেই  আসামের শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে এই সমস্ত পার্ট টাইম স্কুল টিচারদের স্থায়ী শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হবে না।