Papiya Paul

SBI গ্রাহকদের জন্য সুবিধা, ঘরে বসে মিলবে ২০ হাজার টাকা, জানুন রেজিস্ট্রেশন পদ্ধতি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য দারুণ খবর। এই ব্যাঙ্কে এমন কিছু সুবিধা রয়েছে, যা অনেকেই জানেন না। আজকের এই প্রতিবেদনে এমনই একটি সুবিধার কথা বলব, যেখানে আপনি ঘরে বসেই পেয়ে যেতে পারেন ২০,০০০ টাকা। তাহলে চলুন যাক বিস্তারিত।

   

করোনা আবহের সময় থেকেই একাধিক ব্যাঙ্কে গ্রাহকদের সুবিধার্থে বাড়িতে বসেই যাতে সুযোগ-সুবিধা পাওয়া যায় তেমন পরিষেবা শুরু করেছে। এই তালিকায় ছিল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই। তারাও গ্রাহকদের জন্য ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছিল। আর এবার সেই পরিসেবার ক্ষেত্রে খুব সহজে বাড়িতে বসে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে পারবেন গ্রাহকরা। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রথমেই গ্রাহকদের তাদের হোম ব্রাঞ্চে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করা হলেই নতুন সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়া চেক এবং টাকা তোলার জন্য Withdrawal ফর্মের পাশাপাশি এক্ষেত্রে পাসবুক লাগবে। এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ২০ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন।

আবার টাকা তোলার ক্ষেত্রে একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকা জরুরি। তার কারণ পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে এই লেনদেন বাতিল হয়ে যেতে পারে। এই পরিষেবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গ্রাহকেরা সরাসরি এই অফিশিয়াল https://bank.sbi/dsb-ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।

এছাড়া গ্রাহকরা সকাল ৯ টা থেকে বিকেল ৪ টার মধ্যে ১৮০০১১১১০৩ এই টোল ফ্রি নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এর সাথে মনে রাখবেন, ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে আর্থিক এবং অ-আর্থিক পরিষেবাগুলির জন্য ৭৫ টাকার সাথে GST-র চার্জ অতিরিক্তভাবে লাগবে গ্রাহকদের।