নাজেহাল উত্তাপ থেকে স্বস্তি, টানা ৪-৫ দিন ধরে অবিরাম ঝড়বৃষ্টির পূর্বাভাস! ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?

IMD Weather Update

নাজেহাল উত্তাপ থেকে স্বস্তি, টানা ৪-৫ দিন ধরে অবিরাম ঝড়বৃষ্টির পূর্বাভাস! ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: নাজেহাল গরমে আর নয় পালাই পালাই (IMD Weather Update)। বৃষ্টিতে স্নান করবে বাংলা। আগামী চার থেকে পাঁচ দিন দাপাবে উত্তাল বৃষ্টি। ভাসবে বাংলার ৫ জেলা। আপনার শহরের তাপমাত্রা কেমন থাকবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) সূত্রে খবর, শীঘ্রই নামবে বৃষ্টি। আগামী ৪ থেকে ৫ দিন সমতলের একাধিক জেলায় ধেয়ে আসবে দাপুটে ঝড় ও বৃষ্টি। দক্ষিণবঙ্গে সব জেলায় যদিও বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই পাঁচ জেলায় বৃষ্টি নামবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। বাদবাকি জেলাগুলো আপাতত শুষ্কই থাকবে। যদিও গরমের দাপট থাকবে না।

আরও পড়ুন: ২.৫ জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং, Jio, Airtel ও Vi এর এই প্ল্যানের খরচ ৫০০ এরও কম

কলকাতার আবহাওয়া

শহর কলকাতা যদিও অন্যরকম ফ্যাসাদে। না বৃষ্টি না তীব্র গরম। উৎপটাং আবহাওয়া সর্বত্র। এদিকে বৃষ্টিও নামবে না সেভাবে। আজ শহর কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ঝলমলে পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় দাপুটে ঝড় ও বৃষ্টি হবেই। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥