অবিশ্বাস্য এক রেলস্টেশন, যেখানে ট্রেন থামলেও কেউ ঢুকতে, বেরোতে পারেন না! নামটাই চমকে দেবে

নিউজশর্ট ডেস্কঃ ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন ভারতীয় নাগরিক। একদিকে খরচ কম আর অন্যদিকে বেশ আরামদায়ক। দূরে কোথাও যাত্রা হোক কিংবা নিত্যদিন অফিস যাতায়াত। বেশিরভাগ মানুষই ভরসা রাখেন ট্রেনে (Indian Railway)। আর যারা ট্রেনে সফর পছন্দ করেন তারা যদি জানলার পাশে বসতে পারেন তাহলে তো আর কথাই নেই।

তবে মাঝেমধ্যে আমরা ট্রেনে সফর করলেও ট্রেন কিংবা রেল স্টেশন(Railstation) নিয়ে বেশ কিছু গল্প আমাদের অজানা। এমনই একটি অজানা গল্প আজ আপনাদের জানাবো বিশেষ এই প্রতিবেদনে। তাই সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই পড়ুন আজকের এই বিশেষ প্রতিবেদন।

কখনও শুনেছেন এমন কোনো স্টেশনের নাম যেখানে ট্রেন দাঁড়ায় কিন্তু প্ল্যাটফর্মে ঢোকার বা বেরোবার কোনো রাস্তা নেই। কী অবাক হয়ে গেলেন? ভাবছেন ভুল পড়লেন কিনা? না আপনি একেবারেই ভুল পড়েননি। আসলেই বিশ্বে এমন একটি স্টেশন রয়েছে। আর সেই স্টেশনটি হল জাপানের সেইরিউ মিহারাশি স্টেশন(Seiryu Miharashi Station)।

এই স্টেশনের প্ল্যাটফর্মে এসে ট্রেন অবশ্যই দাঁড়ায়। কিন্তু সেটা মাত্র ১০ মিনিটের জন্য। এই স্টেশন থেকে বেরোনোর কোনও রাস্তা খুঁজে পাবেন না আপনি। নেই ঢোকার রাস্তা। তাই একপ্রকার বাধ্য হয়েই যে ট্রেনে আপনি এসেছেন সেই ট্রেনেই আবার চেপে যেতে হবে। অথবা অপেক্ষা করতে হবে পরের ট্রেনের।

এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এই স্টেশনে যাত্রীরা নামেন কেন? এর পিছনেও রয়েছে বিশেষ এক গল্প। আসলে এই স্টেশনটি দেখতে বারান্দার মতন। প্ল্যাটফর্মের একেবারে গা ঘেঁষে নেমে গেছে নিশিকি নদী। চারিদিকে উঁচু পাহাড়। সবুজ জঙ্গলে ভরা চারিদিক। এই স্টেশনের মূল আকর্ষণই হল ভিউ পয়েন্ট। এখানে মাত্র ১০ মিনিট দাঁড়ালেই আপনি সবকিছু ভুলে যেতে পারেন। প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েই এই প্ল্যাটফর্মে আসেন সাধারণ মানুষ।

Papiya Paul

X