প্রতিবেশী চিন রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ভার্চুয়াল স্ট্রাইক এখনও অব্যাহত। প্রথম দফায় সে দেশের ৫৯টি অ্যাপ বাতিল করেছিল দিল্লি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও ১৫টি অ্যাপ। Mi Browser, MeiPai, AirBrush, BoXxCAM, Baidu Search, Search lite ইত্যাদি অ্যাআপ্লিকেশন এখন ভারতে নিষিদ্ধ। শাওমি, রেডমি-র মতো ফোনে এগুলির কয়েকটি ইনবিল্ড অ্যাপ। এর ফলে উক্ত কোম্পানির ফোন বিক্রির উপর প্রভাব পড়তে পারে বলে ধারণা একাংশের।