এশিয়া কাপের গ্রুপ পর্বে এই জাপানের কাছে ৩-৫ গোলে হেরেছিল ভারত। এই হারের ফলে ভারতের সুপার ফোরে ওঠার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। তবে কঠিন লড়াই করে সুপার ফোরে ওঠে জাপানের বিরুদ্ধে বদলা নিয়ে নিল ভারত। সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে 2-1 গোলে জাপানকে উড়িয়ে দিল ভারতীয় হকি দল।
প্রথম দুই কোয়ার্টারেই জাপানের দাপট ছিল বেশি। বল দখলে রাখার ক্ষেত্রেও জাপানের আধিপত্য ছিল। তবে এরই মধ্যে ম্যাচের সাত মিনিটেই মনজিৎ একার প্রচেষ্টায় দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারেই মনজিতের এই গোলে জাপানের রণকৌশল কিছুটা ধাক্কা খায়।
যদিও দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে জাপানের হয়ে সমতা ফেরান টাকুমা নিওয়া। খেলার প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারতীয় দল। এ সময়ই 34 মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন পবন। ম্যাচের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জাপান। তবে জাপানকে এক ইঞ্চিও জমিও ছাড়েনি ভারতীয় দল। ম্যাচ শেষ হয় ভারত 2, জাপান 1 ফলাফলে।