গত কয়েক দিন নিম্নমুখী ছিল ভারতে করোনার দৈনিক সংক্রমণ। গত গতকাল ফের এই সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানা গিয়েছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪৪ জন। ফলে মোট করোনা আক্রান্তর সংখ্যা এখন ৭৬ লাখ ৫১ হাজার ১০৭ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৫১ শতাংশ। সুস্থ হওয়ার হার ৮৮.৮১ শতাংশ। বর্তমানে সক্রিয় রুগী ৭ লাখ ৪০ হাজার ৯০ জন।