Arijit

অল্পের জন্য সেঞ্চুরি মিস কোহলির, আগুনে বোলিং বুমরাহর, প্রথম দিনের শেষে এগিয়ে ভারত

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও দক্ষিণ আফ্রিকার পিচ এইদিন মোটেও ব্যাটিং সহায়ক ছিল না। মেঘলা ওয়েদারে বাউন্সি পিচে শুরু থেকেই নিজেদের দাপট দেখাতে শুরু করে কাগিসো রাবাডারা।

   

শুরুতেই মাত্র 33 রানে দুই ওপেনারকে হারায় ভারত। সেই সময় ক্রিজে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা। এইদিন 43 রানের দুর্দান্ত ইনিংস খেলেন চেতেশ্বর পুজারা, তবে তারপরই তিনি আউট হয়ে যান। এরপর একের পর এক ভারতীয় ব্যাটসম্যান ক্রিজে আসেন আর ফিরে যান। তবে হার না মানা লড়াই করে ক্রিজে টিকে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

একদিকে ভারতের একের পর এক ব্যাটসম্যান আসছেন আর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে অপরদিকে দক্ষিণ আফ্রিকার বোলারদের অনায়াসে খেলে দিচ্ছেন বিরাট কোহলি। অনেক চেষ্টা করেও এইদিন বিরাট কোহলির ধৈর্যচ্যুতি ঘটাতে পারেনি দক্ষিণ আফ্রিকার বোলাররা। অবশেষে 201 বলে 79 রান করে রাবাডার বলে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান বিরাট কোহলি। বিরাট কোহলির ব্যাটিংয়ে ভর করে 223 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচের নায়ক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে দিনের সেরা বলে প্যাবিলিয়নে ফিরিয়ে দেন যাশস্প্রীত বুমরাহ।