ল্যান্ডিং ভালো না হলেও চাঁদের বুকে নিজের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে চন্দ্রযানের অরবিটার। এবার পৃথিবীর উপগ্রহে নতুন গহ্বরের খোঁজ দিল সে। সেই সঙ্গে বিজ্ঞানীদের থ্রি-ডি ছবিও পাঠিয়ে দিয়েছে এই যন্ত্র। মহাকাশ গবেষণার কিংবদন্তি বিক্রম সারাভাইয়ের নামে এই ইসরো এই গহ্বরের নাম রেখেছে ‘সারাভাই ক্রেটার’। জানা যাচ্ছে
১.৭ কিলোমিটার গভীর এই গর্ত।