পাহাড়ের কোণে লুকিয়ে বসে থাকলেও জেনে যাবে সেনা, এমনই ড্রোন কিনতে পারে ভারত

চিনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর পাহাড়ি এলাকায় সেনা শক্তি মজবুত কর‍তে চাইছে দিল্লি। এবার আমেরিকা থেকে নিয়ে আসা হতে পারে অত্যাধুনিক ড্রোন প্রিডেটর-বি৷ যার খাতায় কলমে নাম মিডিয়াম অল্টিটিউড লঙ-এন্ডুর‍্যান্স। এই ড্রোনে নজরদারি চালানোর সময় থাকে না কোনও মানুষ। তাই ড্রোনের কিছু হলেও কোনও প্রাণহানি হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনা নজরদারি চালানোর কাজে এই যন্ত্র ব্যবহার করেন। আগামী দিনে তা দেখা যেতে পারে ভারতের অস্ত্র ভান্ডারে।

Avatar

Koushik Dutta

X