চিন অনড়। শান্তি বার্তা পরেও প্যাংগং লেক পয়েন্ট থেকে সরছে না লাল ফৌজ। এরই মাঝে শোনা যাচ্ছে ভারতের ‘প্রোজেক্ট চিতা’র কথা। বহু দিন থেকেই নাকি এই পরিকল্পনা মাথায় ছিল ভারতের। এবার সেটাকে দেওয়া হতে পার বাস্তবের রূপ। এর জন্য হেরন ইউভির সঙ্গে লেজার গাইডেড মিসাইল যুক্ত করার কথা ভাবা হচ্ছে। এই কম্বিনেশনের ফলে শত্রুকে খুজে খতম করতে বেশি সময় লাগবে না ভারতীয় সেনার।