Arijit

কে হবেন ভারতের পরবর্তী ফিল্ডিং কোচ? উঠে আসছে দ্রাবিড়ের সহকর্মীর নাম

আর মাত্র কয়েক দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে যেতে হবে রবি শাস্ত্রীকে। রবি শাস্ত্রী হেড কোচের পদ থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফিল্ডিং কোচের পদ থেকে সরে যাবেন আর শ্রীধর। শ্রীধর সরে যাওয়ার পর পরবর্তী সময়ে কে হবেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ? এই নিয়েই চলছে জোর জল্পনা।

   

আর শ্রীধরের জায়গায় ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নাম উঠে আসছে দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা অভয় শর্মার। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নতুন ফিল্ডিং কোচ নিয়োগ হবে ভারতীয় দলের জন্য। ইতিমধ্যেই এই পদের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই এই পদের জন্য আবেদন করবেন অভয় শর্মা।”

52 বছর বয়সী অভয় শর্মা প্রথম শ্রেণীর ক্রিকেটে 89 ম্যাচ খেলেছেন। বিসিসিআই চাইছে এমন কাউকে ভারতীয় দলের কোচ করে আনতে যিনি অতীতে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন। আর এক্ষেত্রে অভয় শর্মায় হবে সবথেকে যোগ্য ব্যক্তি কারণ তিনি ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব 19 দলের হয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন।