পাকিস্তানকে এক হাত নিল ভারত, পাত্তাই পেল না ইমরান খানের দেশ

রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, পরিষদের সমস্ত সদস্য একযোগে এটা মেনে নিয়েছেন যে দ্বিপাক্ষিক আলোচনার দ্বারাই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। আজ কার্যত পাকিস্তান আর ভারতের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেখানে ভারত বলেছে, সীমান্তে সন্ত্রাসী হামলার বাড়বাড়ন্ত দেশকে আহত করছে। একটি সংগঠন ডি কোম্পানি যে কিনা নকল সোনা রুপো পাচার করত এখন তারাই রাতারাতি সন্ত্রাসবাদী সংগঠনে পরিণত হয় এবং ১৯৯৩ সালে মুম্বইয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।

Avatar

Koushik Dutta

X