Arijit

টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, সীমান্তে উত্তেজনা তুঙ্গে

দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় থাকায় দীর্ঘ এক দশক হয়ে গেল ভারত এবং পাকিস্তান কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। স্বাভাবিকভাবেই ক্রিকেটভক্তদের ভারত-পাকিস্তান ম্যাচ দেখার একমাত্র উপায় কোন আইসিসি টুর্নামেন্ট। এবার ক্রিকেটভক্তদের সেই আশা পূরণ করে দিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রাখা হল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানকে।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12 এর দল গুলিকে দুটি গ্রূপে ভাগ করা হয়েছে। সেই তালিকায় প্রকাশ করল আইসিসি। গ্রূপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অপরদিকে গ্রূপ বি-তে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

অপরদিকে যোগ্যতা অর্জন পর্বের দলগুলিকে আরও দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে গ্রুপ-এ-তে রয়েছে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। অপরদিকে গ্রুপ-বি-তে রয়েছে বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। এই দুটি গ্রুপ থেকে গ্রুপ শীর্ষে থাকা দুটি করে দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে।