রাষ্ট্র সংঘের সাধারণ বৈঠকে পাকিস্তানকে চরম সমালোচিত করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘পাকিস্তান মানেই শুধু রাশি রাশি মিথ্যা, ভুল তথ্য দেওয়া, মানুষকে ভুল দিকে চালোনা করা… কাশ্মীর থেকে বেআইনি যে দখল রয়েছে তা দ্রুত সরিয়ে ফেললেই শ্রেয় সবথেকে।’