Arijit

দ্বিতীয় দিনের শেষে কঠিন পরিস্থিতি, ম্যাচের ফলাফল নিয়ে গভীর চিন্তায় দুই অধিনায়ক

ওভাল টেস্টে টসে হেরে প্ৰথমে ব্যাটিং করতে হয় ভারতকে। ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। তবে অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত অর্ধশতরান এবং শেষের দিকে শার্দুল ঠাকুরের দুরন্ত অর্ধশতরানে ভর করে 191 রানে শেষ ভারতের প্রথম ইনিংস। তাকে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটলেও শুরুতেই জো রুটের উইকেট তুলে নেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

   

শুক্রবার অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিনে ফের চিন্তার ভাঁজ ভারতের কপাল। কারণ ইংল্যান্ড প্রথম ইনিংসে ভারতের থেকে প্রায় 100 রানে এগিয়ে যায়। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 290 রানে। প্রথম ইনিংসেই 100 রানে পিছিয়ে যাওয়ায় কিছুটা হলেও চাপে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ক্রিজে জমে গিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল।

প্রথম দিনেই জো রুটকে আউট করার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় ঘটবে। কিন্তু সেটা হল না। অলি পোপ এবং শেষের দিকে নেমে ক্রিস ওক‌স দুর্দান্ত ব্যাটিং করে ইংল্যান্ডকে 100 রানের লিড দিয়ে দেয়। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর 43-0, এই মুহূর্তে ইংল্যান্ডের থেকে 56 রানে পিছিয়ে রয়েছে ভারত, হাতে রয়েছে 10 উইকেট। অর্থাৎ টেস্টের বাকি দিনগুলিতে যা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।