Arijit

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলবেন না রোহিত-বিরাট

আগামীকাল থেকে শুরু হয়েছে ভারতে ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। এই টেস্ট সিরিজের পরই শুরু হবে ভারত ও ইংল্যান্ড এর মধ্যে টি টোয়েন্টি সিরিজ। তবে এই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেখা যাবে না ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি সহ দলের প্রথম সারির একাধিক ক্রিকেটারকে।

   

এজবাস্টন টেস্ট শেষ হওয়ার কথা ৫ জুলাই। তার ঠিক দু’দিন পরেই সাউদাম্পটনে রয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এজবাস্টন টেস্টে খেলা ক্রিকেটাররা বিশ্রাম পাবেন না। তাই রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।

বিরাট, রোহিতের অনুপস্থিতিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড সিরিজে খেলা তরুণ ভারতীয় দল। সেই দলকে নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
উল্লেখ্য, রোহিত যদি ফিট হন, তা হলেই দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে তিনি খেলতে পারবেন। না হলে হয়তো বুমরাকে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিতে দেখা যাবে।