Arijit

ধাওয়ান-সঞ্জুর ব্যাটে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল ভারত

গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নেমেছিল ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতে ভারতের দ্বিতীয় সারির দলই জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে গিয়েছে।

   

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেন ভারত অধীনায়ক কে এল রাহুল। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে জিম্বাবুয়ে। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে থেকে জিম্বাবুয়ে। 38.1 ওভারে 161 রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কে এল রাহুল আউট হয়ে গেলেও শিখর ধাওয়ান এবং শুভমান গিলের ব্যাটে ভর করে রানের গতি এগিয়ে নিয়ে যায় ভারত এবং শেষের দিকে এসে 43 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। এই তিন জনের ব্যাটে ভর করে পাঁচ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত এবং এই জয়ের মধ্য দিয়েই সিরিজ জিতে নিয়েছে ভারত।