চিনের সঙ্গে সম্পর্ক যতই খারাপ হয়েছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক যেন ততই ভালো হচ্ছে ভারতের। এবার ‘চিনকে দু’দেশের বিপদ’ বলে উল্লেখ করলেন মার্কিন সচিব মাইক পম্পেও। সেই সঙ্গে জানালেন, আগামী G-7 সম্মেলনে আমন্ত্রিত ভারত। আগামী দিনে সম্পর্ক উন্নত করার পাশাপাশি বাণিজ্যে মদত দেওয়ার কোথাও বলেছেন তিনি। ভারতের বাণিজ্য ব্যবস্থাকে আরও মুক্ত করারও পরামর্শ দিয়েছেন পম্পেও। তাঁর মতে, চিনের বিপরীতে ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হওয়ার সময় এসেছে।