Arijit

বুমরাহ-সামির দাপটে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ভারত

মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে বোলিং করতে নেমে শুরু থেকেই বল হাতে কার্যত পিচের মধ্যে আগুন ঝরালেন ভারতের বোলাররা। ওভালে যশপ্রীত বুমরার সুইংয়ের সামনে দাঁড়াতেই পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। বুমরার পাশাপাশি বল হাতে ইংরেজদের অস্বস্তিতে রাখলেন মহম্মদ শামিও।

   

মেঘলা ওয়েদারের সুযোগ কাজে লাগালেন ভারতের দুই জোরে বোলার বুমরা এবং সামি। বুমরা এবং সামির ভয়ংকর বোলিং এর সামনে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ওয়ানডে ম্যাচে ব্যাটিং করতে নেমে ২৫ ওভারে ১১০ রান করে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট নিলেন বুমরা। ৩১ রান দিয়ে ৩ উইকেট নিলেন বাংলার জোরে বোলার মহম্মদ সামি।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের কম রানের সুযোগ দারুন ভাবে কাজে লাগলেন ভারতের দুই ওপেনার। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম এক দিনের ম্যাচে ১০ উইকেটে জয় পেল ভারত। মাত্র ১৮.৪ ওভারেই ভারত ১১৪ রান তুলে নিল কোনও উইকেট না হারিয়ে। রোহিত ৭৬ রান এবং ধাওয়ান ৩১ রানে অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। ম্যাচের সেরা হয়েছেন যশপ্রীত বুমরা।