Arijit

শেষ ম্যাচে ১১৯ রানে জয়, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল ভারত

গতকাল ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান।

   

প্ৰথমে ব্যাটিং করতে নেমে দারুন শুরু করেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল। 113 রানের পার্টনারশিপ গড়ে ওপেনিং জুটি। 58 রান করে শিখর ধাওয়ান আউট হয়ে যায়। 98 রানে নট আউট থাকেন শুভমান গিল। বৃস্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া হয়ে যায় শুভমান গিলের। 44 রান করেন শ্রেয়স আইয়ার। নির্ধারিত 36 ওভারে 3 উইকেট হারিয়ে 225 রান তোলে ভারত।

জবাবে ব্যাটিং করতে নেমে 137 রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ব্রান্ডন কিং এবং নিকোলাস পুরান কিছুটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 119 রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের এবং সিরিজের সেরা হয়েছেন শুভমান গিল।