Arijit

ব্যাপক উন্নতি ভারতের, ৬১ পদক জিতে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থানে ভারত

সমাপ্তি ঘটল বার্মিংহাম কমনওয়েলথ গেমসের। এবারের কমনওয়েল গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় অ্যাথলেটিক্সরা। অন্যান্য বারের থেকে বেড়েছে পদক সংখ্যা, বেড়েছে সোনা জয়ের সংখ্যা। যা নিশ্চিত ভাবে গর্বিত করবে গোটা ভারতবাসীকে।

   

এবারের কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডার পর ভারতের স্থান।। মোট পদকের সংখ্যাতেও ভারতের স্থান চতুর্থ। ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩ ব্রোঞ্জ-সহ মোট ৬১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

মোট ১৭৮টি পদক জিতে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। মোট ১৭৬টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তালিকায় তৃতীয় স্থানে শেষ করা কানাডার সংগ্রহ মোট ৯২টি পদক। ভারতের স্থান পদক তালিকায় চতুর্থ ৬১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তালিকার পঞ্চম স্থানে শেষ করা নিউজিল্যান্ডের তাদের মোট ৪৯টি পদক।