Oscar 2023

Moumita

ভারতীয় সিনেমার বিশ্বজয়, অস্কার জিতে ইতিহাস গড়ল RRR ছবির ‘নাটু নাটু’ গান, গর্বিত দেশবাসী

ছোট থেকে শুনেছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ। সেই সঙ্গীত পরিচালক আজ জিতে নিলেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মান। বহু প্রতিক্ষার পর ভারতে এল জোড়া অস্কার (Oscar 2023)। সৌজন্যে এসএস রাজামৌলির ‘আরআরআর’(RRR) তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whispers) তাহলে চলুন জেনে নিই বিস্তারিত।

   

এর আগেও ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছিল ‘নাটু নাটু’। একাধিক প্রতিযোগিতায় রিহানা, লেডি গাগার মতো তাবড় পপ তারকাদের টেক্কা দিয়েছে গানটি। ‘অ্যাপ্লজ’, ‘টেল ইট লাইক আ ওম্যান’-র মত গানকে হারিয়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘RRR’। তারপর থেকেই গড়ে ফেলেছে একাধিক রেকর্ড। আর তারপর থেকেই চর্চায় থেকেছে এই ছবি। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও তুমুল ঝড় তুলেছে ছবি।

ছবির পাশাপাশি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গান ‘নাটু নাটু’। ইতিমধ্যেই গানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও।

 

এই প্রশংসা যে, অমূলক নয় তার জ্বলজ্ব্যান্ত প্রমাণ মিলল সোমবারের সকালেই। সকলকে পেছনে ফেলে জিতে নিল অস্কার। টিম ‘আরআরআর’র পাশাপাশি স্বপ্নপূরণ হল গোটা দেশবাসীর। পাশাপাশি, তাক লাগিয়ে দিয়েছেন ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সও। মহিলা পরিচালক ভারতের হয়ে প্রথম অস্কার জিতে নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।