UIDAI-এর নয়া ব্যবস্থায় ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড

Aadhar Card New Update

UIDAI-এর নয়া ব্যবস্থায় ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ দুদিন আগেই আধার কার্ড আপডেটের ক্ষেত্রে ১ বছরের সময়সীমা বাড়ানো হয়েছে UIDAI-এর তরফ থেকে (Aadhar Card New Update)। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে UIDAI জানিয়েছে আধার কার্ড আপডেটের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত। আর এবার আধার কার্ড আপডেট করার জন্য লাইনে দাঁড়ানোর সমস্যায় ইতি টানল UIDAI।

নতুন একটি ঘোষণা করে UIDAI জানিয়েছে, এবার থেকে বাড়িতে বসেই আপডেট করা যাবে নিজের আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ। শুধু তাই নয়, দেশের মানুষকে সহজেই এই সুবিধা দেওয়ার জন্য একটি অ্যাপও চালু করা হয়েছে UIDAI এর তরফ থেকে। চলুন জেনে নেওয়া যাক সবিস্তারে।

কী কী করা যাবে এই নতুন অ্যাপে?

UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই অ্যাপের মাধ্যমে আধার কার্ড ধারকরা ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর আপডেট, ভুল নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন, সবকিছুই করতে পারবেন বাড়িতে বসেই। তবে, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যান করার ক্ষেত্রে আধার কার্ড ধারকদের আধার সেন্টারে যেতে হবে।

আধারের এই বিশেষ পরির্তবন কেন গুরুত্বপূর্ণ?

নয়া এই পরিবর্তনের জন্য একাধিক কারণ তুলে ধরেছে UIDAI।

১। প্রথমত, এই নয়া পদ্ধতির ফলে আপনাকে আধারে হার্ড কপি নিয়ে না বেরোলেও চলবে, ফলে চুরি যাওয়ার পাশাপাশি কমবে জালিয়াতির সম্ভাবনা।

২। UIDAI অনুযায়ী, নতুন এই অ্যাপের মাধ্যমে আধার সম্পর্কিত তথ্য ব্যবহারকারী অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না। কাউকে কোন তথ্য পেতে হলে কিউআর কোড স্ক্যান করতে হবে।

৩। নয়া এই অ্যাপের ফলে ভবিষ্যতে আধার আপডেটের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্ট যেমন, আয়ের শংসাপত্র, মাধ্যমিকের মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড স্ক্যান করার দরকার পড়বে না। UIDAI-এর ওই অ্যাপ সরাসরি ওই সমস্ত ডকুমেন্টের ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে নেবে।

৪। UIDAI-এর ওই নতুন অ্যাপ থেকে আপনি সরাসরি ইলেকট্রনিক্স আধার বা মাস্কড আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, ও কিউআর কোড সহ শেয়ার করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥