বাড়ানো হল বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা, জেনে নিন আর কতদিন

Aadhar Card Update Time

বাড়ানো হল বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা, জেনে নিন আর কতদিন

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ দেশের মানুষের সুবিধার্থে ফের বাড়ানো হল আধার কার্ড আপডেটের (Aadhar Card Update Time) জন্য ডকুমেন্ট আপলোড করার শেষ তারিখ। আজ অর্থাৎ ১৪ জুন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন তারিখ অবধি বাড়ানো হল আধার কার্ড আপডেটের জন্য ডকুমেন্ট আপলোড করার শেষ তারিখ।

কতদিন অবধি বাড়ানো হল আধার কার্ড আপডেটের সময়সীমা?

আজ UIDAI-এর এক্স (পূর্বে টুইটার হিসাবে পরিচিত) হ্যান্ডেল থেকে জানানো হয়েছে যে, দেশের আধার কার্ড ধারকদের জন্য বিনামূল্যে অনলাইন ডকুমেন্ট আপলোড করার সুবিধা ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বাড়ানো হবে। অর্থাৎ, দেশের প্রতিটি মানুষ পরের বছরের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে নিজেদের ডকুমেন্ট আপলোড করে আধার কার্ডে জনসংখ্যাতাত্ত্বিক তথ্য আপডেট করতে পারবেন।

কীভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা হবে?

ওই একই সোশ্যাল মিডিয়া পোস্টে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানোর পাশাপাশি বিনামূল্যে আধার কার্ড আপডেট করা সম্পর্কিত তথ্য প্রদান করেছে UIDAI। এই প্রসঙ্গে ওই পোস্টে বলা হয়েছে যে, বিনামূল্যে এই সুবিধা শুধুমাত্র myAadhaar পোর্টালে পাওয়া যাবে। তবে, UIDAI স্পষ্ট করে দিয়েছে, যে আগামী এক বছর আধার আপডেট বিনামূল্যে করা গেলেও কেবলমাত্র সীমিত কিছু সুবিধা পাওয়া যাবে।

বায়োমেট্রিক আপডেটের পদ্ধতি কী?

অনলাইনে বায়োমেট্রিক আপডেট করা যাবে না। বায়োমেট্রিক আপডেট করার জন্য আধার কার্ড ধারককে নিকটতম আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে এবং ফি পরিশোধ করে এই কাজটি করতে সম্পন্ন হবে। এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে, আপনি টোল ফ্রি নম্বর – ১৯৪৭ নম্বরে কল করে, এবং [email protected]এ ইমেল করে আপনার সমস্যা মেটাতে পারেন।

১০ বছরের মধ্যে আধার আপডেট করতে হবে

UIDAI-এর নিয়ম অনুসারে, ভারতের প্রত্যেক নাগরিককে প্রতি ১০ বছর অন্তর নিজেদের আধার কার্ড আপডেট করতে হয়। আধার আপডেট করার শেষ তারিখ চলতি বছরের ১৪ জুন পর্যন্ত রয়েছে, তবে, অনলাইনে জনসংখ্যা পরিবর্তনের সুবিধা পরবর্তী এক বছরের জন্য অর্থাৎ ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥