পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ, ৫০ হাজার টাকার স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র! রইল আবেদন পদ্ধতি

National Scholarship Portal

পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ, ৫০ হাজার টাকার স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র! রইল আবেদন পদ্ধতি

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ দেশের অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য কেন্দ্রের তরফ থেকে যে সমস্ত স্কলারশিপ চালু করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হল ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship) বা NSP স্কলারশিপ। এই স্কলারশিপের অধীনে দেশের যোগ্য প্রতিটি পড়ুয়াকে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত।

কী এই ন্যাশনাল স্কলারশিপ? এর উদ্দেশ্য কী?

ন্যাশনাল স্কলারশিপ হল কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের তরফ থেকে চালু করা একটি প্রোগ্রাম যার নাম ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এটিকে NSP-ও বলা হয়ে থাকে। দেশের যে সমস্ত মেধাবী পড়ুয়ারা আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষা করতে পারেন না, তাদের সাহায্য করাই এই স্কলারশিপের মূল উদ্দেশ্য। প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এবং মেরিট স্কলারশিপ – এই তিনটি ভাগে এই স্কলারশিপ দেওয়া হয়।

কারা কারা ন্যাশনাল স্কলারশিপের জন্য যোগ্য

ন্যাশনাল স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে পড়ুয়াদের যে সমস্ত যোগ্যতাগুলি পূরণ করতে হবে, তার মধ্যে একটি হল, ছাত্র অথবা ছাত্রীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হওয়ার পাশাপাশি দেশের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা কলেজে পড়াশোনা করতে হবে। আবেদনকারী শেষ যে পরীক্ষা দিয়েছে, তাতে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে। পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

ন্যাশনাল স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী পড়ুয়াদের আবশ্যিকভাবে যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, সেগুলি হল পড়ুয়ার শেষ পরীক্ষার মার্কশীট, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র, পড়ুয়ার নিজস্ব আধার কার্ড সহ সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টগুলি ছাড়া আবেদনকারী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পড়ুয়ারা যদি ন্যাশনাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া করতে চান, তাহলে তাদের জানিয়ে দিই, এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সবে শুরু হয়েছে। প্রত্যেক বছর ছয় মাস করে এই স্কলারশিপে আবেদন করা যায়। জানা গিয়েছে, এই বছর ন্যাশনাল স্কলারশিপের আবেদন করার সময়সীমা ২০২৫ সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস পর্যন্ত চলবে।

এক্ষেত্রে উল্লেখ্য, এই স্কলারশিপের জন্য পড়ুয়াদের https://scholarships.gov.in/ এ গিয়ে OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর, পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা হয়ে গেলে, আবেদনকারীরা, https://scholarships.gov.in/ApplicationForm/login লিঙ্কে ক্লিক করে নিজেদের প্রোফাইল লগইন করে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥