কৃশানু ঘোষ, কলকাতাঃ টোল প্লাজা পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। জানালেন, চলতি বছর থেকেই অত্যন্ত কম খরচে এবং নিঝঞ্ঝাটে দেশের প্রত্যেকটি নাগরিক টোল প্লাজার পাস কিনতে পারবেন। নয়া এই ঘোষণার পর টোল প্লাজা নিয়ে দেশের মানুষের যাবতীয় অভিযোগ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে! কবে থেকে কী ঘোষণা করা হল? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
কী জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী?
আজ অর্থাৎ ১৮ জুন, নিজের এক্স (পূর্বে টুইটার হিসাবে পরিচিত ছিল) হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন নিতিন গড়করি। ওই পোস্টে লেখা আছে, “গুরুত্বপূর্ণ ঘোষণা। একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে, ২০২৫ সালের ১৫ আগস্ট থেকে ৩,০০০ টাকা মূল্যের FASTag বার্ষিক পাস চালু করা হবে। পাসটি সক্রিয় করার তারিখ থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকবে। এই সময়কালের মধ্যে আপনি ২০০ বার টোল প্লাজা ক্রস করতে পারবেন।“
ওই পোস্টে তিনি আরও লিখেছেন, “এই পাসটি শুধুমাত্র ব্যক্তিগত বিভিন্ন গাড়ির পাশাপাশি জিপ, ভ্যান ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং এর মাধ্যমে আপনি সারা দেশের বিভিন্ন জাতীয় মহাসড়কে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন। বার্ষিক এই পাস সক্রিয় অথবা রিনিউ করার জন্য শীঘ্রই রাজমার্গ যাত্রা অ্যাপ ও NHAI/MoRTH-এর ওয়েবসাইটে আলাদা আলাদা লিঙ্ক চালু করা হবে, যার ফলে এই প্রক্রিয়া আরও সহজ এবং ঝামেলামুক্ত হবে।“
এছাড়া, ওই পোস্টের শেষে তিনি লিখেছেন, “এই নয়া উদ্যোগের ফলে, আগে জাতীয় সড়কে ভ্রমণ করার সময় ৬০ কিলোমিটারের মধ্যে একাধিক টোল প্লাজা পড়লে বারবার টোল ফি দেওয়ার যে ঝঞ্ঝাট ছিল তার থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি এই পাস লক্ষ লক্ষ চালকদের সময় বাঁচাবে, যানজট কমাবে এবং টোল প্লাজার বিভিন্ন সমস্যা কমিয়ে দ্রুত, মসৃণ এবং উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে।
অর্থাৎ, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর ওই পোস্ট থেকে একটা কথা পরিষ্কার, যে আগামী ১৫ আগস্ট থেকে সরকারের বার্ষিক FASTag পাস চালু করার উদ্যোগ দীর্ঘ যাতায়াতের ক্ষেত্রে মানুষের সময় যেমন বাঁচাবে, যানজট যেমন কমাবে, তেমনই আগে টোলপ্লাজার জন্য মানুষের যে পরিমাণ খরচ হত, সেই পরিমাণও হ্রাস করবে অনেকটাই।