যাত্রী দুর্ভোগের দিন শেষ এবার! ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন ঘোষণা রেলমন্ত্রীর

New Rail Update

যাত্রী দুর্ভোগের দিন শেষ এবার! ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন ঘোষণা রেলমন্ত্রীর

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ কয়েকদিন আগেই মুম্বইয়ে ঘটে যাওয়া লোকাল ট্রেন দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে দেশের রেল কর্তৃপক্ষ। কারণ ছিল অতিরিক্ত ভিড় এবং বাদুড়ঝোলা হয়ে যাত্রা। এই দুর্ঘটনার পর অতিরিক্ত সতর্কতা হিসাবে বিভিন্ন রাজ্যের ব্যস্ততম লোকাল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে স্বংক্রিয় দরজা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার, সেই সুরক্ষা বাড়াতে নয়া পদক্ষেপ নেওয়া হল ভারতীয় রেলের তরফ থেকে।

নতুন ঘোষণা রেলমন্ত্রীর

ভারতের রেল যাত্রীদের আরও নিরাপদে এবং সুস্থভাবে যাতায়াতের জন্য মঙ্গলবার হরিয়ানার মানেসরে গতিশক্তি কার্গো টার্মিনালের উদ্বোধনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করলেন। জানালেন, এবার থেকে ১৬ বগির লোকাল ট্রেন তৈরি করবে ভারতীয় রেল। শুধু ১৬ বগির নয়, পরিস্থিতি অনুযায়ী ২০ কোচের বিশেষ লোকাল ট্রেনও তৈরি করা হবে যাত্রীদের জন্য।

এর পাশাপাশি রেলমন্ত্রী আরও জানিয়েছেন, “ভারতীয় রেল ১৬ এবং ২০ কোচ বিশিষ্ট মোট ১০০টি মেইন লাইন ইএমএউ মেমু ট্রেন তৈরি করবে।“ জানা গিয়েছে এই নতুন ট্রেনগুলি তৈরি হবে তেলেঙ্গানা রাজ্যের কাজিপেটে রেল তৈরির নতুন কারখানায়, যা শীঘ্রই উদ্বোধন করা হবে। এর পাশাপাশি রেলমন্ত্রী জানিয়েছেন, মুম্বইয়ে খুব শীঘ্রই আরও ৫০টি ‘নমো-ভারত’ এসি প্যাসেঞ্জার ট্রেন আনা হবে।

মিটবে কি নিত্য যাত্রীদের সমস্যা?

এক্ষেত্রে উল্লেখ্য, রেলমন্ত্রীর এই ঘোষণা শুধুমাত্র বিশেষ কোনো রাজ্য বা শহরের জন্য নয়। রেলমন্ত্রকের নয়া এই সিদ্ধান্তে উপকৃত হবে দেশের প্রায় সমস্ত ব্যস্ততম স্টেশন। তবে, এই সিদ্ধান্তের পর বিভিন্ন যাত্রীদের গলায় শোনা গিয়েছে ভিন্ন সুর। অনেকে যেমন এই পদক্ষেপের প্রশংসা করেছে, তেমন অনেকেই প্রশ্ন তুলেছে, এখনও অনেক পরিষেবা রয়েছে, কিন্তু তা সঠিকভাবে দেওয়া হচ্ছে তো? সুবিধা নাকি অসুবিধা? উত্তর দেবে সময়।

সঙ্গে থাকুন ➥