১ জুলাই থেকে এসব গাড়িতে মিলবে না পেট্রোল-ডিজেল! বড় সিদ্ধান্ত সরকারের

Petrol

১ জুলাই থেকে এসব গাড়িতে মিলবে না পেট্রোল-ডিজেল! বড় সিদ্ধান্ত সরকারের

Srijita Ghosh

Published on:

শ্রীজিতা ঘোষ, কলকাতা: দূষণ রোধে কেন্দ্রের বড় পদক্ষেপ! ১ জুলাই ২০২৫ থেকে দিল্লির কোনও পেট্রোল পাম্পে ১০ বছরের বেশি পুরনো ডিজেল ও ১৫ বছরের বেশি পুরনো পেট্রোল (Petrol) গাড়িতে জ্বালানি সরবরাহ করা হবে না। পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)।

কারা পড়বেন এই নিয়মের আওতায়?

১০ বছরের বেশি পুরনো ডিজেলের (Diesel Fuel) গাড়ি, ১৫ বছরের বেশি পুরনো পেট্রোলের গাড়ি। গাড়ি যে রাজ্যেই রেজিস্টার্ড হোক, যদি দিল্লির পেট্রোল পাম্পে জ্বালানি নিতে চায়, এই নিয়ম প্রযোজ্য হবে।

নিয়ম কার্যকর হবে কীভাবে?

নতুন এই নীতির কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লির (Delhi Government) পেট্রোল পাম্প মালিকদের ওপর। তবে এখানেই বাধছে বিপত্তি।

আন্দোলনে পাম্প মালিকেরা, সরকারের কাছে আপত্তি DPDA-র

দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন (DPDA) সরকারের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে, Essential Commodities Act অনুযায়ী, পাম্প কর্মীরা কোনও গ্রাহককে জ্বালানি দিতে অস্বীকার করতে পারেন না। পুরনো গাড়িকে জ্বালানি না দিলে আইনি দ্বন্দ্ব তৈরি হতে পারে। যদি পাম্পে এই নিয়ম বাস্তবায়ন করতে গিয়ে সমস্যা হয়, তাহলে পাম্প কর্মী বা মালিকদের গ্রেফতার করা উচিত হবে না।

সরকার কী বলছে?

পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ জরুরি বলে জানিয়েছে CAQM। দূষণকারী পুরনো গাড়ির সংখ্যা কমাতে এটি এক বাস্তবধর্মী উদ্যোগ।

যদি আপনার গাড়ি পুরনো হয়, তাহলে নথিপত্র দেখে বয়স যাচাই করুন, প্রয়োজনে গাড়ি স্ক্র্যাপ করুন বা বিকল্প পরিবহন ব্যবহার শুরু করুন। এই নিয়মের আওতায় পড়লে, ১ জুলাইয়ের পর পেট্রোল পাম্পে জ্বালানি পাবেন না।

সঙ্গে থাকুন ➥