পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনার কি দু চাকা বা চার চাকা গাড়ি রয়েছে? তাহলে আপনার জন্য আজকের খবরটি জানা অত্যন্ত প্রয়োজন। কারণ প্রতিদিন রাস্তায় ট্রাফিক আইন না মেনে চলার জন্য বহু গাড়ির ফাইন হয়। কিন্তু পুরোনো মোবাইল নাম্বার ও ড্রাইভিং লাইসেন্স (Driving License) এর মাধ্যমে জরিমানা থেকে বাঁচার পথ খুঁজে ফেলেছিলেন অনেকেই। তাই এবার কড়া পদক্ষেপ নেওয়া হল, কি কি? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
নয় নিয়ম জারির পথে পরিবহন দফতর
এবার থেকে ড্রাইভিং লাইসেন্স (DL) এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)-তে আধার কার্ড অনুযায়ী ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করতে হবে। এমনটাই নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। অর্থাৎ যদি কোনো কারণে ঠিকানার পরিবর্তন হয় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও সেটা বদলানো বাধ্যতামূলক হতে চলেছে। এমনকি যদি মোবাইল নাম্বার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
হটাৎ কেন এই পরিবর্তন?
অনেকেই হয়তো ভাবছেন হটাৎ করে কেন এমন পরিবর্তন আনা হল? জানা যাচ্ছে, অনেকেই পুরোনো ঠিকানা বা মোবাইল নাম্বার বদল করেননি ড্রাইভিং লাইসেন্সে বা গাড়ির RC-তে। অথচ পুরোনো নাম্বারে চালান হওয়ার কারণে প্রায় ১২,০০০ টাকারও বেশি বকেয়া রয়ে গেছে। তাই অপরাধীরা যাতে শাস্তি থেকে পালতে না পারে তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কি কি বদলাতে চলেছে?
- ড্রাইভিং লাইসেন্স ও RC-তে আধার অনুযায়ী ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট বাধ্যতামূলক হবে।
- পুরনো বা ভুল তথ্য থাকলে লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।
- ই-চালান বা জরিমানা না দিলে DL/RC বাতিল ও বিমার প্রিমিয়াম বাড়তে পারে।
- নতুন নিয়ম চালু হলে, সবাইকে সরকারি ডেটাবেসে (Sarathi ও Vahan) তথ্য আপডেট করতে হবে।
আরও পড়ুনঃ রবিবাররেও সাত সকাল থেকে চলবে মেট্রো, কোন কোন রুটে? আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ
কীভাবে আপডেট করতে হবে?
- অনলাইনে Parivahan ও UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করতে হবে (যদি প্রয়োজন হয়)।
- আধার কার্ডে ঠিকানা আপডেট করতে myAadhaar পোর্টালে লগইন করে নতুন ঠিকানা ও প্রমাণপত্র আপলোড করতে হবে।
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা বদলাতে Parivahan-এর Sarathi পোর্টালে গিয়ে আবেদন করা যাবে।