ভারতীয় রেলে অবসান হতে চলেছে ব্রিটিশ আমল থেকে চলে আসা ‘দাস প্রথা’র। যার পোশাকি নাম Telephone Attendant Cum Dak Khalasis. মূলত রেলের উচ্চ আধিকারিকরা এর সুবিধা পেতেন। যদিও কাজের বাইরে গিয়ে এই কর্মীদের অনেকেই নিজেদের কাজে লাগাতেন বলে অভিযোগ বহুদিনের। অনেকটা চাপরাশির মতো বলা চলে৷ সেই কথা পর্যালোচনা করে এবার এই পদ তুলে দিতে চাইছে ভারতীয় রেল।