Box Office Collection

Moumita

শুধু বলিউড নয়, নতুন বছরে কামাল দেখিয়েছে সাউথও, ২০০ কোটির বেশি কামিয়েছে যে ৫ ভারতীয় ছবি

গত বছরটা বলিউডের (Bollywood) একেবারেই ভালো যায়নি। একটার পর একটা ছবি ফ্লপ হওয়ায় বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন নির্মাতারা। তবে নতুন বছরের শুরুতেই ছক্কা হাঁকিয়েছে বি টাউন। বেশ ভালোই ক্যারিশমা দেখিয়েছে শাহরুখ অভিনীত ছবি ‘পাঠান’ (Pathan)। ইতিমধ্যেই ছবিটির ঝুলিতে এসেছে বেশকিছু নতুন রেকর্ড।

   

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির কালেকশন প্রায় ৭২০ কোটি টাকা। খুব শীঘ্রই ১০০০ কোটির ঘরে পৌঁছে যাবে বলেই ধারণা। দেশের পাশাপাশি বিদেশী বাজারেও নতুন রেকর্ড গড়ে ফেলেছে ছবিটি। তবে কেবল পাঠান একাই নয়, আরো বেশকিছু ভারতীয় ছবি রাজ করছে গোটা বিশ্বে।

এই তালিকার দ্বিতীয় নাম্বারে রয়েছে দক্ষিণী তারকা বিজয় থালাপতির ছবি ‘ভারিসু’ (Varisu)। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে ছবিটি। চলতি বছরের পোঙ্গলের সময় মুক্তি পেয়েছে ‘ভারিসু’‌। নজরকাড়া ব্যবসা করেছে তামিলনাড়ুতে।

বলিউড,টলিউড,গসিপ,বিনোদন,পাঠান,ভারিসু,বালায়া,বক্স অফিস কালেকশন,বিশ্বব্যাপী কালেকশন,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Pathan,Varisu,Waltair Verayya,Ballaya,Box Office Collection,Worldwide Collection,ওয়াল্টার ভেরায়া

আর তারপরেই রয়েছে চিরঞ্জীবী অভিনীত ‘ওয়াল্টেয়ার ভেরাইয়া’ (Waltair Verayya)। ছবিটির বিশ্বব্যাপী আয় প্রায় ২০৬ কোটি টাকা। একটানা ফ্লপের পর অবশেষে কামব্যাক করেছেন চিরঞ্জীবী। এদিকে ভালো ফল করেছে অজিত কুমারের ‘থুনিভু’ (Thunivu)। এখনও পর্যন্ত ছবির কালেকশন প্রায় ১৮৫ কোটি টাকা।

বলিউড,টলিউড,গসিপ,বিনোদন,পাঠান,ভারিসু,বালায়া,বক্স অফিস কালেকশন,বিশ্বব্যাপী কালেকশন,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Pathan,Varisu,Waltair Verayya,Ballaya,Box Office Collection,Worldwide Collection,ওয়াল্টার ভেরায়া

এর সাথে সেঞ্চুরি হাঁকিয়েছে ‘বীর সিমহা রেড্ডি’ (Veera Simha Reddy)। বিশ্বব্যাপী মোট ১১২ কোটি রুপি জমা করেছে ছবিটি। সব মিলিয়ে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ৫ টি ভারতীয় ছবির মোট কালেকশন প্রায় ১৫২০ কোটির উপর‌‌। অর্থাৎ একথা বলাই যায় যে, গত বছরের ক্ষরার পর আবার নতুন করে জেগে উঠেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি।