Arijit

বিশ্বকাপের আগে এই দুই দেশের সঙ্গে টি-২০ সিরিজ খেলবে ভারত, ঘোষিত হল সূচি

আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজেদের দল গোছাতে শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে আরও দুটি টি-টোয়েন্টি সিরিজের ঘোষণা করল ভারতীয় দল।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। মনে করা হচ্ছে বিশ্বকাপের আগে এই দুটি সিরিজেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের দল সম্পূর্ণ ভাবে দেখে নেবে এবং এই সিরিজে পারফরমেন্সের উপর বিচার করে বিশ্বকাপের চূড়ান্ত দল বেছে নেবে ভারতীয় নির্বাচকরা।

এক নজরে দেখে নেওয়া যাক এই দুটি সিরিজের সম্পূর্ণ সূচি:-
প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ সেপ্টেম্বর মোহালিতে প্রথম ম্যাচ। ২৩ সেপ্টেম্বর নাগপুর ও ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে বাকি দুই ম্যাচ হবে।
তারপর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২৮ সেপ্টেম্বর ত্রিবান্দ্রমে প্রথম টি-টোয়েন্টি খেলবেন রোহিতরা। ১ অক্টোবর গুয়াহাটি ও ৩ অক্টোবর ইনদওরে রয়েছে সিরিজের বাকি দু’টি ম্যাচ।