Arijit

রবি শাস্ত্রীর পর কে? কোহলিদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই তিনজন ভারতীয়

এই বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে হবে রবি শাস্ত্রীকে। তবে রবি শাস্ত্রির পর কে হবেন ভারতীয় ক্রিকেট দলের কোচ? এই নিয়ে চলছে নানান জল্পনা। ইতিমধ্যেই তিনটি নাম সামনে এসেছে।

   

অনিল কুম্বলে:- রবি শাস্ত্রীর আগে ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন অনিল কুম্বলে। স্বাভাবিকভাবে ভারতীয় ক্রিকেট দলের কোচিং করানোর অভিজ্ঞতা তার রয়েছে। 2016 সালের জুন মাসে এক বছরের জন্য ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল কুম্বলেকে। তবে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতপার্থক্য হওয়ার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সরে দাঁড়ান। ফের একবার কোহলিদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অনিল কুম্বলে।

বীরেন্দ্র শেওয়াগ:- সবকিছুতে নিজস্ব একটা আলাদা ভঙ্গিমা রয়েছে ভারতের এই প্রাক্তন বিধ্বংসী ওপেনারের। অতীতে বহুবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে তার নাম সামনে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। আইপিএলে পাঞ্জাব কিংস দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। এবার ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে উঠ এল শেওয়াগের নাম।

লালচাঁদ রাজপুত:- বহুবার ভারতীয় দলের ম্যানেজার হয়ে বিভিন্ন সফরে গিয়েছেন লালচাঁদ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং করিয়ে ছিলেন তিনি। এছাড়াও জিম্বাবুয়ের জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। এবার ভারতীয় দলের কোচ হওয়ার ক্ষেত্রে তার নাম উঠে এল।