Arijit

পাকিস্তান হারতেই খুশি ১৪১ কোটি ভারতীয়, টুইটার জুড়ে ফেটে পড়ল ভারতীয়দের উচ্ছ্বাস

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ সেমি ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এর ফলে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া কাছে বিরাট রানের পাহাড় খাড়া করে পাকিস্তান।

   

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষের দিকে একেবারে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে তারা লড়াই থামায় নি, দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষ দুই ওভারে ম্যাচ ঘুরিয়ে দেয় অস্ট্রেলিয়া এবং এক ওভার বাকি থাকতেই ম্যাচে জিতে ফাইনালের টিকিট নিয়ে নেয় আজিরা।

https://twitter.com/indiantweeter/status/1458853819501072384?t=3aFM4308WJ8aGOc8rYO3NQ&s=19

আর অস্ট্রেলিয়ার এই জয় বেজায় খুশি হয়েছেন ভারতীয় সমর্থকরা। বিশেষ করে ভারতীয় সমর্থকরা খুশি হয়েছেন 19 তম ওভারে শাহীন আফ্রিদিকে পেটানো দেখে। সেই ওভারে পরপর তিনটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড। যা দেখে বিরাট খুশি হয়েছেন ভারতীয় সর্মথকরা। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর কারিগর ছিলেন এই শাহীন আফ্রীদি। অস্ট্রেলিয়ার এই জয়ে ভারতীয়দের উচ্ছ্বাস ফেটে পড়েছে সমগ্র টুইটার জুড়ে।