Arijit

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, নৌকা সহ ১০ পাক নাগরিক গ্রেফতার গুজরাত উপকূলে

আমাদের পাশেই অবস্থিত পাকিস্তান। আর এই পাকিস্তানের থেকে বড় শত্রু এই মুহূর্তে ভারতের আর কেউ নেই। সুযোগ পেলেই ভারতের ক্ষতি করতে সবার আগে ছুটে আসে পাকিস্তান। ফের একবার তেমনই একটি পরিকল্পনা বানচাল করে দিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। শনিবার রাতে গুজরাত উপকূল থেকে একটি নৌকা সহ গ্রেফতার করা হয়েছে 10 জন পাকিস্তানি নাগরিককে।

   

রবিবার সকালে একথা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানানো হয়েছে, শনিবার রাতে গুজরাট উপকূলে টহল দেওয়ার সময় হঠাৎই একটি সন্দেহজনক নৌকা চোখে পড়ে উপকূলরক্ষী বাহিনীর। তারপর তাদের পিছনে তাড়া করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে দেখেই সেখান থেকে পালানোর চেষ্টা করে সেই নৌকাটি কিন্তু তাদের হাতেনাতে ধরে ফেলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা।

উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ভারতীয় জল সীমানার প্রায় 11 কিলোমিটার ভেতরে ঢুকে এসেছিল পাকিস্তানের সেই নৌকাটি। সেই নৌকাটিতে ছিল পাকিস্তানের 10 সওয়ারি। তাদের প্রত্যেককে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।