বিশ্ব জোড়া করোনার বিরুদ্ধে এখন ভরসার মুখ ডাক্তার, নার্স, গবেষকরা। সেই কথা মাথায় রেখে ভারতীয় বংশদ্ভুদ এক নার্সকে বিশেষভাবে পুরস্কৃত করল সিঙ্গাপুরের সরকার। সেখানকার রাষ্ট্রপতি হালেম ইয়াকুম নিজে দিয়েছেন সেই পুরস্কার। ভারতীয় বংশদ্ভুদ কালা নারায়ণাস্বামী সহ ৫ জন নার্সকে সম্মানিত করা হয়েছে। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির সই করা সার্টিফিকেট, একটি ট্রফি এবং ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৩৮ লক্ষ টাকার পুরস্কার অর্থ।