Indian Passport

Indian Passport: বিশ্বে দ্বিতীয় স্থানে জায়গা ভারতীয় পাসপোর্টের, সবথেকে সস্তা কোন দেশের পাসপোর্ট? নামটা অবাক করবে

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় নাগরিক হিসেবে ভারতীয় পাসপোর্ট(Indian Passport) সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার এই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতীয় পাসপোর্ট সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সবচেয়ে সস্তা এবং বার্ষিক ব্যয়ের দিক থেকে সবথেকে সাশ্রয়ী হিসেবে বিবেচিত হয়েছে।

সস্তার পাসপোর্টের হিসাবে সবথেকে উপরে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট গ্রাহকেরা ভিসা ছাড়াই ৬২ টি দেশে ভ্রমণ করতে পারবেন। এই সংক্রান্ত বিষয়ে গবেষণা করেছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান Compare the Market AU। বিভিন্ন দেশ থেকে পাসপোর্ট পাওয়ার খরচ এবং বৈধতার প্রতিবছরের খরচ নিয়ে এই প্রতিষ্ঠানটি বিশেষ গবেষণা করেছে।

এর পাশাপাশি ভিসা ফ্রি অ্যাক্সেস উপলব্ধ করে এমন দেশের সংখ্যার পরিপ্রেক্ষিতেও সেই পাসপোর্টের ভ্যালুর বিষয়টিও বিবেচনা করেছে এই সংস্থা। এই সংস্থা রিপোর্ট অনুযায়ী সবথেকে ব্যয়বহুল পাসপোর্ট হিসেবে মেক্সিকোর পাসপোর্ট পরিচিত। মেক্সিকোর পাসপোর্টের ১০ বছরের জন্য খরচ মূল্য ২৩১.০৫ ডলার।

Passport

আরও পড়ুন: Maruti Suzuki: গরিবের রেঞ্জ-রোভার! মারুতি সুজুকির এই SUV এখন ভারতীয়দের চোখের মণি

ভারতীয় পাসপোর্ট হল দ্বিতীয় সস্তা পাসপোর্ট। যেটির ১০ বছরের বৈধতার জন্য খরচ ১৮.০৭ ডলার। আর বৈধতার ভিত্তিতে প্রতিবছরের খরচের পরিপ্রেক্ষিতে ভারতের পাসপোর্টের খরচ হল ১.৮১ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা সেটির খরচ হলো ৩.০৫ ডলার, তৃতীয় স্থানে রয়েছে কেনিয়া, সেটির খরচ মূল্য ৩.০৯ ডলার।

Passport

প্রসঙ্গত উল্লেখ্য ভারতীয় পাসপোর্টের ভিসা ফ্রি অ্যাক্সেস তুলনামূলকভাবে সীমিত রয়েছে। অস্ট্রেলিয়া, আমেরিকা এবং কানাডার মত দেশগুলির থেকে এ বিষয়ে বিপরীত। তার কারণ হলো ওইসব দেশের পাসপোর্টের দাম বেশি কিন্তু ভিসা ফ্রি অ্যাক্সেস বেশি আছে। ভ্রমণ বীমা তুলনার বিশেষজ্ঞরা সারা বিশ্বের পাসপোর্ট সেগুলোর একটি তালিকা তৈরি করেছেন। এরপর তারা গবেষণা করেছেন এবং সেই গবেষণায় পাসপোর্টের মূল্য মেয়াদের বছর পাসপোর্টের ক্ষমতার ওপর ভিত্তি করে সমস্ত বিষয়ে যাচাই করা হয়েছে।

Avatar

Papiya Paul

X