মন্দির উদ্বোধনের আগেই ভিড় সামলাতে চালু দিঘা স্পেশাল, দেখুন টাইমটেবিল

Digha Special Trains Timetable before Jagannath Temple Inauguration

মন্দির উদ্বোধনের আগেই ভিড় সামলাতে চালু দিঘা স্পেশাল, দেখুন টাইমটেবিল

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে, সেই সাথে এদিন বিপুল ভিড় সামলানোর জন্য সমস্ত রকম আয়োজন করতে ব্যস্ত প্রশাসন। এমনিতেই সপ্তাহান্তে দিঘাতে ভিড় থাকে চোখে পড়ার মত। তবে এবার মন্দিরে উদ্বোধনের জন্য আরো বেশি পর্যটক আসবেন এটা একপ্রকার নিশ্চিত। এক্ষেত্রে যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার জন্য দিঘার স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল রেল।

জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে স্পেশাল ট্রেনের ঘোষণা

আজ অর্থাৎ ২৬শে এপ্রিল থেকে শুরু করে আগামী ৪ঠা মে পর্যন্ত দিঘার উদ্দেশ্যে একগুচ্ছ বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্ত তথা পর্যটকদের যাতায়াতের সুবিধা এবং যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে। কোন স্টেশন থেকে কটা নাগাদ ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি? নিচে সেই তালিকা দেওয়া হল।

দিঘার স্পেশাল ট্রেনের টাইমটেবিল

  • হাওড়া থেকে দিঘা: দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে, পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। ফেরার ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টায়, হাওড়ায় পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে।
  • দাসনগর থেকে দিঘা: দুপুর ১টা ১৯ মিনিটে ছাড়বে, দিঘায় পৌঁছবে রাত ৯টা ২০ মিনিটে।
  • রামরাজাতলা থেকে দিঘা: দুপুর ১টা ২৪ মিনিটে, উলুবেড়িয়া থেকে: ২টা ৩ মিনিটে, বাগনান থেকে: ২টা ১৭ মিনিটে ছাড়বে ট্রেন।
  • তমলুক থেকে দিঘা: ৩টা ১৯ মিনিটে ছাড়বে, দিঘায় পৌঁছবে ৭টা ১০ মিনিটে।

বন্ধ থাকবে রাস্তা, নিষিদ্ধ গাড়ি প্রবেশ

মন্দির উদ্বোধনের দিন ২৯ ও ৩০ এপ্রিল দিঘা শহরে গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই সময় বাইপাস দিয়ে যান চলাচল হবে। প্রশাসন পর্যটকদের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এছাড়া প্রশাসনের তরফ থেকে হোটেল থেকে শুরু করে দোকানগুলোকে আলো দিয়ে সাজাতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ PF ট্রান্সফারের ঝামেলা থেকে মুক্তি! কর্মীদের সুখবর দিয়ে বিরাট ঘোষণা EPFO-র

প্রসঙ্গত, পুরীর মন্দিরের আদলেই ২০ একর জমিতে তৈরি করা হয়েছে দিঘার নতুন জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন মহাযজ্ঞের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই মন্দির আগামী দিনে দিঘার পর্যটনকে যেমন বৃদ্ধি করবে তেমন বাঙালির প্রিয় নতুন তীর্থস্থানও হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥