Bullet Train

Papiya Paul

Bullet Train: যাত্রীদের সুরক্ষার জন্য নতুন পরিকল্পনা রেলের, বুলেট ট্রেন চললেও হবে না এই সমস্যা!

নিউজশর্ট ডেস্কঃ যতদিন এগোচ্ছে ততই উন্নতমানের পরিষেবা প্রদান করছে ভারতীয় রেল। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এখন উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর তাই এখন ভারতের মাটিতে দৌড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অমৃত ভারত ও একাধিক উন্নত প্রযুক্তির ট্রেন। এরপর আসতে চলেছে বুলেট ট্রেন(Bullet Train)।

   

ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই দেশের মাটিতে প্রথম বুলেট ট্রেন চালানোর জন্য সব রকমের প্রচেষ্টা শুরু করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ থেকে ২ বছরের মধ্যেই ভারতের মাটিতে প্রথম বুলেট ট্রেন চলাচল করবে। তাই সাধারণ মানুষের মধ্যে এই বুলেট ট্রেন নিয়ে এক আলাদা উত্তেজনা কাজ করছে। আর এবার বুলেট ট্রেন নিয়ে এমন একটি নতুন আপডেট পাওয়া গিয়েছে। যেখানে যাত্রীদের নিরাপত্তা আরো বৃদ্ধি পাবে।

ভারতে যে বুলেট ট্রেন চলবে সেই বুলেট ট্রেনের গতি থাকবে ঘন্টায় ৩২০ কিলোমিটার। ভারতের এই বুলেট ট্রেন জাপানের শিনকানশেন রেলের প্রযুক্তিতে তৈরি হয়েছে। যেহেতু এই ট্রেন অনেক বেশি গতিবেগ নিয়ে চলবে তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আর তাই সেই বিষয়ে আরো বেশি নজরদারি চালানোর জন্য এবার হাওয়ার গতিবেগ মাপবে ভারতীয় রেল।

Bullet Train

আরও পড়ুন: Whatsapp Banking: লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! এবার হোয়াটসঅ্যাপে জানতে পারবেন সবকিছুই, কি পরিষেবা আনলো SBI?

এই হাওয়ার গতিবেগ মাপার জন্য আরব সাগরের উপকূলে তৈরি হওয়া মুম্বাই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে ১৪ টি অ্যানিমোমিটার যন্ত্র বসানো হবে ভারতীয় রেলের তরফ থেকে। ৫০৮ কিলোমিটার বুলেট ট্রেন প্রজেক্ট-এর মধ্যে ১৪ টি যন্ত্রের মধ্যে ৯ টি গুজরাটে বসবে এবং বাকি ৫ টি মহারাষ্ট্রে বসবে। আরব সাগরের সমুদ্র তীরবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ বেশ অনিয়ন্ত্রিত থাকে।

Bullet train

তাই যাত্রী সুরক্ষার জন্য এই যন্ত্র বসানো হবে। যাতে বাতাসের তীব্র গতিবেগ ট্রেনের কোন ক্ষতি না করে এবং যাত্রীরা ও নিরাপদে থাকতে পারে। এই যন্ত্রগুলো থেকে বিভিন্ন জায়গায় হাওয়ার গতিবেগ পরিমাপ করে সেই তথ্য রেলের কন্ট্রোল রুমে পাঠানো হবে। এরপর হাওয়ার গতিবেগ যখনই ঘন্টায় ৭০ কিলোমিটার উঠে যাবে। তখন বুলেট ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হবে। আর যখন বাতাসের গতিবেগ কোনো কারণে ঘণ্টায় ১২৫ কিলোমিটার পৌঁছে যাবে তখন নিরাপত্তার কথা মাথায় রেখে সেই বুলেট ট্রেন নির্দিষ্ট কোনো নিরাপদ থামিয়ে দিতে হবে। অর্থাৎ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় রেল গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।