Train Ticket Booking

Papiya Paul

Train Ticket Booking: লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! এবার ঘরে বসে ২ মিনিটে কাটুন টিকিট! শিখে নিন সহজ পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসা হয়। এমনই একটি জনপ্রিয় করে পরিষেবা হল ইউটিএস অন মোবাইল অ্যাপ(UTS App)। এবার থেকে টিকিট কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

   

টিকিট কাউন্টারের ভিড় এড়িয়ে অসংরক্ষিত যাত্রার ক্ষেত্রে টিকিট পাওয়ার জন্য এই মোবাইল অ্যাপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং আইওএস ভিত্তিক স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করা যাবে। গ্রাহকেরা গুগল প্লে স্টোর, উইন্ডোজ অ্যাপ স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

আজকের এই প্রতিবেদনের লোকাল ট্রেনের জন্য ইউটিএস অ্যাপে কিভাবে কাগজ ছাড়া টিকিট বুকিং করবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হলো। ইউটিএস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর প্রথমে সাইন আপ করুন। এরপর লগইন করে বুক টিকিটে প্রেস করার পর তারপরে নরমাল বুক হয়ে যাবে।

in few minutes you can book tatkal ticket of Indian Railway Catering and Tourism Corporation

আরও পড়ুন: Green Energy Fuel: পেট্রোল-ডিজেলের কথা ভুলে যান, এবার সস্তায় চলবে গাড়ি, বড়সড় উদ্যোগ আম্বানির

এবার ওপরের Book and Travel-এ ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এরপর যাত্রা শুরু এবং যাত্রা শেষের স্টেশন দুটোকে সিলেক্ট করে প্রসিড অপশনে ক্লিক করুন। এরপরে টিকিট সংখ্যা বুক করার পর প্রয়োজনীয় তথ্য লিখুন এবং ভাড়া নির্বাচন করে বুক টিকিটে ক্লিক করুন। এরপর টিকিট বুকিং দেখার জন্য হোম আইকনের ওপরে ডান দিকে বুকিং হিস্ট্রি ক্লিক করে টিকিটের সমস্ত বিবরণ দেখতে পেয়ে যাবেন।