Papiya Paul

ওয়েটিং লিস্টের ঝামেলা শেষ, এবার সব টিকিট হবে কনফার্ম, বিরাট ঘোষণা রেলের

নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে যাওয়া হোক কিংবা রোজকার যাত্রা সাধারণ মানুষের কাছে সবথেকে নির্ভরশীল পরিবহন মাধ্যম হলো ভারতীয় রেল। খুব দ্রুত এবং সস্তায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় রেলের উপর ভরসা করে বহু মানুষ। আর এই কারণেই ভারতীয় রেলকে(Indian Railways) দেশের মেরুদন্ড বলা হয়। আর সাধারণ মানুষের কথা ভেবে প্রত্যেক সময় ভারতীয় রেল নিত্যনতুন সুবিধা নিয়ে আসছে।

   

যাতে সাধারণ মানুষের কোন রকমের অসুবিধায় পড়তে না হয়। ভারতের রেল ব্যবস্থাকে নিয়ে সারা বিশ্বে সবসময় আলোচনা চলে। যতদিন এগোচ্ছে ততই অগ্রগতি হচ্ছে ভারতীয় রেল ব্যবস্থার। আর এবার ভারতীয় রেল ব্যবস্থা নিয়ে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।। উৎসবের সময় ভারতীয় রেলে টিকিটের চাহিদা সব সময় বেশি থাকে। অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষ কনফার্ম টিকিট পায়নি বলে ওয়েটিং টিকিট এই বেরিয়ে পড়েছেন।

যদিও উৎসবের মরশুমে ভারতীয় রেল বেশ কিছু বিশেষ ট্রেন চালায় তবু সেগুলো পর্যাপ্ত নয়। এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে গতবছরের তুলনায় এই বছর তিনগুণ বেশি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। তিনি আরো জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ৩০০০ টি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা শুরু করেছে ভারতীয় রেল। আর এরপরে মানুষের মনে একটাই প্রশ্ন এই নতুন ট্রেনের তিন হাজার ট্রেন চলাচল করার পরে কি কনফার্ম টিকিট মিলবে?

রেলমন্ত্রী জানিয়েছেন যে এই নতুন ট্রেনগুলো চালু করার ফলে রেলের যাত্রীধারণ ক্ষমতা আরও বাড়ানো যাবে। এর পাশাপাশি ভ্রমণের সময়টা কমানোর এই মন্ত্রকের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। বর্তমানে প্রায় ৬৯ হাজার নতুন কোচ পাওয়া গিয়েছে এবং প্রত্যেক বছর প্রায় পাঁচ হাজার নতুন কোচ তৈরির কাজ করে ভারতীয় রেল।

আরও পড়ুন: আর হবে না ট্রেন মিস, ভারতীয় রেলের এই নতুন নিয়ম জানলে মন ভালো হয়ে যাবে

সূত্রের খবর এই সমস্ত প্রচেষ্টায় রেল প্রত্যেক বছর ২০০ থেকে ২৫০ টি নতুন ট্রেন আনতে পারে এবং ৪০০ থেকে ৪৫০ টি বন্ধে ভারত ট্রেনের থেকে আলাদা। এই ট্রেন গুলো আগামী বছরগুলিতে রেলের সঙ্গে সংযুক্ত হতে চলেছে। অর্থাৎ আগামী দিনে এই ট্রেনগুলো আসার ফলে ট্রেনের টিকিটের চাহিদা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।