পার্থ সারথি মান্না, কলকাতাঃ ট্রেন স্টেশন মানেই মাথায় আসে ব্যস্ত একটা জায়গা যেখানে টিকিট কেটে ট্রেন উঠে নিজের গন্তব্যে পৌঁছানো যায়। আর যদি টিকিট ছাড়া ধরা পড়েছেন তাহলেই হয় মোটা টাকা জরিমানা। কিন্তু যদি বলি ভারতেই এমন একটা স্টেশন রয়েছে যেখানে লোকেরা চাইলেও টিকিট কাটতে পারেন না! কি অবাক হচ্ছেন? তাহলে গোটা বিষয়টা জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
ভারতের একমাত্র স্টেশন যেখানে টিকিট ছাড়াই ওঠা-নামা করেন যাত্রীরা
শুরুটা দেখে অনেকেই হয়তো ভাবছেন এমনটা আবার কি করে সম্ভব? বিশ্বাস করতে একটু কষ্ট হলেও আদতে এই ঘটনা একেবারে সত্যি। আসলে এই স্টেশনটিতে প্রতিদিন একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়ায়। স্টেশনে টিকিট কাউন্টারও রয়েছে কিন্তু সেখানে টিকিট বিক্রিই হয় না। তাই কেউ বাধ্য হয়ে অন্য স্টেশন থেকে টিকিট কাটেন তো কেউ আবার বিনা টিকিটেই যাত্রা করেন। অবশ্য টিকিট ছাড়া ভ্রমণের ক্ষেত্রে ধরা পড়লে সমস্যার মুখে পড়তে হয়েছে।
নাজেহাল স্থানীয়রা!
এতক্ষণে নিশ্চই ভাবছেন কোথায় রয়েছে এমন অদ্ভুত স্টেশন? উত্তর হল বিহারে। চাপড়া লাইনের একটি স্টেশন মাঞ্জি যেটা ২০২৩ সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, স্টেশনটি তৈরি হওয়ার পর থেকে টিকিট কাউন্টার চালু হয়নি। বহুবার রেল কর্তৃপক্ষকে লিখিত আবেদন করেও টিকিট বিক্রির ব্যবস্থা শুরু হয়নি। তাই প্রায়শই ফাইন থেকে জেলে পাঠানোর মত ঘটনা ঘটছে বিনা টিকিটে ধরা পড়ার পর। এই বিষয়ে রেলের আধিকারিকদের জানানো হলেও এপর্যন্ত কোনো সমাধান হয়নি।
আরও পড়ুনঃ নতুন আবাসনে বাধ্যতামূলক ‘ভিসিটর্স পার্কিং’! নয়া বিধি চালুর পথে কলকাতা পুরসভা
কি বলছে রেলওয়ে আধিকারিকেরা?
কিন্তু প্রশ্ন হল কেন টিকিট বিক্রি শুরু হচ্ছে না? এর উত্তরে জানা যাচ্ছে যাত্রীদের পরে রেলের উর্ধতন কর্তৃপক্ষের কাছে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিকিট বিক্রির অনুমোদন পাওয়া গেলেই স্টেশনে টিকিট বিক্রি শুরু হবে। তারপর নিশ্চিন্তে টিকিট কেটেই যাত্রা করতে পারবেন স্থানীয়রা।