নিউজশর্ট ডেস্কঃ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প খরচে যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেল(Indian Railways) ব্যবস্থার ওপর সবথেকে বেশি নির্ভরশীল সাধারণ মানুষেরা। এই ট্রেনে করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। ভারতীয় রেল পরিষেবা, ভারতীয় পরিবহন ব্যবস্থার অন্যতম মেরুদন্ড বলা চলে। যতদিন এগোচ্ছে রেল পরিষেবা আরো বেশি উন্নত হচ্ছে।
তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসছেন রেল কর্তৃপক্ষ। এর সাথেই দূরপাল্লার ট্রেনগুলোর গতিবেগ বাড়ছে। ইতিমধ্যেই ভারতে শুরু হয়ে গিয়েছে সেমি হাইস্পিড ট্রেন বন্দেভারত(Vandebharat)। যাত্রীদের কাছ থেকেও বেশ ইতিবাচক সাড়া মিলেছে। আর তাই এবার ভারতের বিভিন্ন প্রান্তে বন্ধেভারতের আদলে আরো ট্রেন নামানোর চিন্তাভাবনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ ভারতবর্ষে বুলেট ট্রেন(Bullet Train) পরিষেবা শুরু করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন জায়গায় উচ্চগতির করিডর তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। রেলসূত্রের খবর মুম্বাই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডোর তৈরির পাশাপাশি দেশের আরও সাতটি রুটে উচ্চগতির পরিষেবা তৈরি করা হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই লোকসভায় জানিয়েছেন যে সাতটি রুটে বুলেট ট্রেন চালু হতে পারে। এই রুটের মধ্যে পশ্চিমবঙ্গের নাম ও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আর যে যে জায়গায় বুলেট ট্রেন চালু হতে পারে সেগুলি হল- দিল্লি-বারানসী, দিল্লি-আমেদাবাদ, দিল্লি-অমৃতসর, মুম্বাই-নাগপুর, চেন্নাই-মাইসুরু এবং মুম্বাই-আমেদাবাদ রুটে।